DYEING ফেব্রিক টুইস্টিং বা স্পাইরিলিটি : সমস্যা ও সমাধন

DYEING ফেব্রিক টুইস্টিং বা স্পাইরিলিটি : সমস্যা ও সমাধন টুইস্টিং বা স্পাইরিলিটি : সমস্যা ও সমাধন কারন : সাধারনত কাপড় নিটিং বা উইভিং এর সময় কাপড় এর টেনশন এর যদি ভেরিয়েশন হয় তবে ডাইং এর পর কাপড় এর কিছু আক্রিতি গত পরিবর্তন হয় বা তা ডাইমেনশনাল ডিফরমেশন হয় এতে ফেব্রিক এর মাঝে স্কিউনেস দেখা যায়। কাপড় এর এই সমস্যা কে টুইস্টিং বলে ! টলেরেন্স : এর জন্য বায়ার টলারেন্স আছে, এক্ষত্রে বায়ার, টুইস্টিং ৫% এর নিচে হলে কাপড় এপ্রুভ করে। ৫% উপরে গ্রহণ যোগ্য নয়। ফেক কিছু তথ্য জেনে রাখুন : ১. সাধারনত এটি ফ্যাজিক্যাল টেস্ট। ২. Shrinkage এবং Spirility /Twisting একত্রে টেস্ট করা হয়। ৩. কাপড় ফিনিশিং এর সময় দুই ধাপে টেস্ট করা হয়। প্রথমে স্টেনটারিং এর পর দ্বিতীয়ত কাপড় কম্পেক্টিং এর পর টেস্টিং করা হয়। ৪. সাধারনত স্টেন্টার এর রেজাল্ট ফেইল করলেও কম্পেক্টিং এর পর তা ওকে হয়ে যায়। ৫. সাধারনত স্লাব ফেব্রিক, এবং কম GSM. এর কাপড় গুলিতে এই সমস্যা গুলি বেশি দেখা যায়। হেভি GSM এর ফেব্রিক এর এই প্রবনতা নাই। ৬. এর জন্য দায়ী মুলত ফেব্রিক ডিপার্টমেন্ট, কারন তাদের সঠিক কাউন্ট সিলেকশন আর প্যারামিটার সঠিক না হওয়া টুইস্টিং এর মুল কারন। ৭. বায়ার গার্মেন্টস এর আফটার ওয়াস Twisting / Sparility দেখে। ৮. গার্মেন্টস কাটিং এর আগে টুইস্টিং আছে কিনা তা শিউর হয়ে তারা কাপড় কাটে কারন, কাট প্যানেল এর টুইস্টিং রেক্টিফাই করা কঠিন। ৯. আপনি যদি ডাইং এর লোক হন তবে টুইস্টিং এর সমস্যার জন্য ফেব্রিক ডিপার্টমেন্ট কে ধরতে পারেন কারন এটি মুলত ম্যাকানিকাল ফল্ট। নীটিং এর প্যারামিটার যদি ঠিক না থাকে তবে টুইস্টিং এর সমস্যা হবে। যেমন প্রতিটা GSM এর কাপড় এর জন্য আলাদা স্টেন্ডার্ড স্টিচ লেন্থ আর কাউন্ট আছে আর এটি যদি সিলেকশন করতে ভুল হয় তবে টুইস্টিং বা স্পাইরিলিটি দেখা দেবে। ১০. ইয়ার্ন কোয়ালিটি খারপ হলে এই কাপড় এ টুইস্টিং, থিক থিন হবেই। ১১. বায়ার কে স্যাম্পল সাবমিট করার সময় স্টিম আয়রন করে স্যাম্পল কে ভাজ গুলি মিলিয়ে দিন, অর্থাৎ কাপড় কে ভালো করে স্টিম আয়রন করে দিতে পারেন। ১২. মনে রাখবে কাপড় এর কন্সট্রাকশন যেন খুব লুজ বা খুব টাইট না হয়। ১৩. গার্মেন্টস কাটিং এর সময় লক্ষ রাখতে হবে যেনো কাপড় এর প্লাই এর এলাইনমেন্ট যেনো ঠিক থাকে, কারন স্লাব ফেব্রিক এর এলাইনমেন্ট গুলি ঠিক থাকে না। Next টেক্সটাইল এর কাজের কিছু ফাক ফোকোর Previous Anthracite Color এর কিছু বৈশিষ্ট্য জেনে নিন Related Posts: ওভেন ফেব্রিকের মেরিন সেড ফিনিশ করার নিয়ম ডাইংয়ের সময় সেড অনুযায়ী ডাইং প্লান করার নিয়ম ফেব্রিকের ফল্টস নিয়ে বায়ারের চেলেঞ্জ জেতার অভিজ্ঞতা টেক্সটাইল প্রফেশনাল লাইফে যে ভুল বারে বারে হয়েছে | হোয়াইট ফেব্রিক ব্লিচ করা ওভেন ফেব্রিক কি ডাইং পসিবল ? হলে কিভাবে করা হয় মার্সারাইজেশন এবং ব্লিচের জন্য NaOH কে লিকুইড নিয়ম ৪টি মন্তব্য: mosannef বলেছেন... eto chora buddhi. ২:৪৮ PM, জুন ২৩, ২০১৬ sohidulalam বলেছেন... fabric spirality mainly due to higher twist of yarn ১:০৭ PM, আগস্ট ০৪, ২০১৬ sohidulalam বলেছেন... fabric spirality mainly due to higher twist of yarn ১:০৮ PM, আগস্ট ০৪, ২০১৬ নামহীন বলেছেন... Vai apni headline e likhsen j spirality problem ebong tar solution. But apni sudhu bollen j spirality fabric team er problem but kono solution dilen na. Tar mane apni janen e na j spirality hole ki korte hoy. Apni ki janen stanter machine e spirality control Kora jay...