Shades দেখার জন্য কি কি লাইট ব্যবহার করা হয় ?

#shade কি ?
 Shades দেখার জন্য কি কি লাইট ব্যবহার করা হয় ? 
 উত্তরঃ- Shade বলতে বুঝায় Color বা রং এর ঘনত্ব। রং যদি কাপড়ে খুব গভীর বা ঘনভাবে থাকে তবে তাকে Dark Shade বলে। আর যদি রং হালকাভাবে থাকে তাহলে তাকে Light Shade বলে। 

 ★★ Shade নিয়ে কিছু কথাঃ⤵️ Fabric এর Shade একেক জনের কাছে একক রকম হতে পারে। কারণ সবার চোখের কালার Capture ও Display ক্ষমতা একরকম নয়। ফলে একই কালারের জন্য ভিন্ন ভিন্ন ব্যক্তির কাছ থেকে ভিন্ন ভিন্ন মন্তব্য আসতে পারে। এক্ষেত্রে shade matching এর জন্য Computerise system সবচেয়ে উত্তম। যদিও তা অনেক ব্যয়বহুল, তাই Bulk Production এর ক্ষেত্রে সাধারণত ব্যক্তি দ্বারাই shade check করানো হয়। Some Shade Checking Points Are Below 👇 সাধারণত Dyeing এবং Dyeing Finishing সেকশনের কিছু পয়েন্টে শেড চেক করে, শেড ঠিক আছে কিনা তা নিশ্চিত করে নিতে হয়। 
 পয়েন্ট গুলো হলোঃ–
 1). Dyeing করার সময়। 
 2). Dyeing শেষ হওয়ার পর। 
 3). Fabric শুকানোর পর। 
 4). Fabric ফিনিশিং করার সময়। 
 5). ফিনিশিং করার পর।

 Shade দেখার কিছু লাইট সোর্সঃ আলোর (Light) উপর ভিত্তি করে Fabric এর Shade ভিন্ন ভিন্ন হয়। তাই বায়ার এর নির্দেশনা ও স্ট্যান্ডার্ড অনুযায়ী ভিন্ন ভিন্ন আলোতে ভিন্ন ভিন্ন উদ্দেশ্যে Fabric shade check করে নিতে হয়। বায়ারের পক্ষ থেকে কিছু নির্দিষ্ট বৈশিষ্টের কিছু লাইট এর নিচে ফেব্রিক চেক করে সেই আলোতে নির্দিষ্ট কালারের জন্য শেডের স্ট্যান্ডার্ড মিলিয়ে নিতে হয়। 
 নিচে কিছু কমন লাইটের নাম উল্লেখ করা হল –
 1). D-65 (Artificial Daylight) 
 2). TL-84 (Store Light)
 3). TFL (Tungsten Filament Light)
 4). UV (Ultraviolet Light) Febric Shade Cheking Light Sources 

 লাইট ব্যবহারের নির্দেশিকা, 
নিচে প্রত্যেক প্রকার লাইট ব্যবহার নির্দেশিকা সম্পর্কে আলোচনা করা হলঃ

 1). D-65 (Artificial Daylight): D65 এর আলো বলতে বোঝায় কৃত্রিমভাবে তৈরি দুপুর এর উজ্জ্বল আলোকে বোঝায়। দিনের বেলায় ফেব্রিকের শেড কি রকম দেখাবে তা এই লাইটের সাহায্যে বুঝা যায়। 

 2). TL-84 (Store Light):ফেব্রিকের সেড এ ব্লু আর গ্রিন এর পরিমাণ কম/বেশী আসে কিনা তা এই লাইট এর সাহায্যে চেক করে দেখা হয়। 

 3). TFL (Tungsten Filament Light): ফেব্রিকের সেড এ হলুদ এবং রেড এর পরিমাণ কম/বেশী আসে কিনা তা এই লাইট এর সাহায্যে চেক করে দেখা হয়।

 4). UV (Ultraviolet Light):স্পেশালি হোয়াইট কাপড় চেক করতে এই লাইট ব্যাবহার করতে হয়। ফেব্রিক টুইস্টিং বা স্পাইরিলিটিঃ সমস্যা ও সমাধনঃ সাধারনত কাপড় নিটিং বা উইভিং এর সময় কাপড় এর টেনশন এর যদি ভেরিয়েশন হয় তবে ডাইং এর পর কাপড় এর কিছু আকৃতি গত পরিবর্তন হয় বা তা ডাইমেনশনাল ডিফরমেশন হয় এতে ফেব্রিক এর মাঝে স্কিউনেস দেখা যায়। কাপড় এর এই সমস্যা কে টুইস্টিং বলে!! টলেরেন্সঃ এর জন্য বায়ার টলারেন্স আছে, এক্ষত্রে বায়ার, টুইস্টিং ৫% এর নিচে হলে কাপড় এপ্রুভ করে। ৫% উপরে গ্রহণ যোগ্য নয়।